বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

১৫ সেনা কর্মকর্তাকে কোন কারাগারে? সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৭:৩৮

সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া ১৫ সেনা কর্মকর্তাকে কোথায় রাখা হবে, সেই সিদ্ধান্ত নেবে কারা কর্তৃপক্ষ। জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বুধবার (২২ অক্টোবর) সকালে ট্রাইব্যুনালের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে, ট্রাইব্যুনাল-১ এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাজুল ইসলাম বলেন, কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে তারা কারা কর্তৃপক্ষের অধীনে চলে যাবেন। কোন জেলে রাখবেন, কোন সাব-জেলে, ঢাকায় নাকি চট্টগ্রামে—এটি যথাযথ কারা কর্তৃপক্ষের বা সরকারের সিদ্ধান্ত।

ট্রাইব্যুনাল তাদের কাজ হিসেবে আসামিদের কাস্টডিতে পাঠিয়ে দিয়েছে। কাস্টডি রক্ষণাবেক্ষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা কারা অধিদপ্তর। প্রসিকিউটর আদালতের প্রক্রিয়ায় সহায়তা করায় সেনাবাহিনীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

অন্যদিকে, এদিন পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গুমের দুই মামলার পরবর্তী শুনানি ২০ নভেম্বর এবং গণহত্যার মামলার শুনানি ৫ নভেম্বর ধার্য করা হয়েছে। কারাগারে পাঠানো ১৫ সেনা কর্মকর্তার মধ্যে র‍্যাব ও ডিজিএফআইয়ের সাবেক ও বর্তমান একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top