ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১টি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৪৫
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৭৬১টি। আজ (সোমবার) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানিয়েছেন।
সচিব জানান, পুরুষ ভোটারদের জন্য মোট ১ লাখ ১৫,১৩৭টি কক্ষ এবং মহিলা ভোটারদের জন্য ১ লাখ ২৯,৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। এতে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪,৬৪৯টি।
তিনি আরও বলেন, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় ৩ হাজার ভোটার থাকবে। এটি ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে ধরা হয়েছে এবং প্রয়োজনে পরবর্তীতে এ সংখ্যা সামঞ্জস্য করা হবে।
ইসির খসড়া অনুযায়ী, প্রাথমিকভাবে ৪২,৬১৮টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। তুলনামূলকভাবে, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২,১৪৮টি। তবে আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়লেও মোট ভোটকক্ষের সংখ্যা কমে এসেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।