শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

বিমানবন্দরে আগুন

তদন্তে অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড, তুরস্কের বিশেষজ্ঞ টিম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:২০

সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে এবার মাঠে নামছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ টিম। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

আজ কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি জানান, আগুনের কারণ এবং এর পেছনে কারও দায় আছে কিনা, তা খতিয়ে দেখতে অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি অগ্নিকাণ্ডকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কোনো ব্যর্থতা দেখায়নি। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছালেও খাদ্যপণ্য বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

এছাড়া, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে এবং রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমানোর আশ্বাস দেন তিনি। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের দাবি, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top