শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইল বাধা দিতে পারবে না: জাতিসংঘের আদালতের রায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:০৭

সংগৃহীত

গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইল কোনো বাধা দিতে পারবে না। জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে এক গুরুত্বপূর্ণ রায়ে ইসরাইলকে ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আশা করেন, ইসরাইল এই রায় মেনে চলবে।

আইসিজে স্পষ্ট জানায়, ইসরাইল ইউএনআরডব্লিউএ-এর ত্রাণ কার্যক্রমে বাধা দিতে পারবে না। তবে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সঙ্গে সঙ্গেই এই রায় প্রত্যাখ্যান করে, এটিকে ‘রাজনৈতিক চাপ’ বলে আখ্যা দেয়।

এদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, যুদ্ধবিরতির পরও প্রতিদিন গড়ে ৭৫০ টন খাদ্য প্রবেশ করছে, যা তাদের দৈনিক ২ হাজার টনের লক্ষ্যের তুলনায় অনেক কম। আদালত মনে করিয়ে দেয়, ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ।

রায়ের পরপরই নরওয়ে সাধারণ পরিষদে প্রস্তাব আনার ঘোষণা দিয়েছে। আইসিজে স্পষ্ট করেছে, ইসরাইল দখলদার শক্তি হিসেবে জনগণের মৌলিক চাহিদা পূরণে বাধ্য। একইসঙ্গে আইসিসি নেতানিয়াহু ও হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top