শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

জুলাই সনদ

প্রতারণার বস্তু যেন না হয়, ঐকমত্য কমিশনকে এনসিপির তাগিদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:৪৬

সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় কোনো দলের চাপে পড়ে যেন তা প্রতারণার বস্তুতে পরিণত না হয়, সে বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে সতর্ক করে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। আজ জাতীয় সংসদ ভবনে কমিশনের সাথে বৈঠক শেষে এই তাগিদ দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

আখতার হোসেন জানান, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ প্রস্তুত করছে, যা একটি ইতিবাচক অগ্রগতি। তবে, সেই আদেশের খসড়া এনসিপির সাথে শেয়ার করা হয়নি, যা তাদেরকে এখনো পুরোপুরি আশাবাদী হতে দেয়নি।

এনসিপি চায়, এই আদেশ যেন জুলাই ঘোষণাপত্রের মতো কোনো একপাক্ষিক দলীয় ড্রাফট হিসেবে জারি না হয়। তিনি বলেন, এনসিপিই সংস্কারের আলোচনাকে মূল ধারায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে।

এনসিপি নেতা আরও বলেন, ইতোমধ্যে অনেক স্বাক্ষরকারী দল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দল সনদ স্বাক্ষর মুছে দিতে চাইছে, অন্য দল বাস্তবায়ন ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top