সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু: আক্রান্ত বেড়ে প্রায় ১ হাজার ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৮:০৯

সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। চলতি বছরে মশাবাহিত এই জ্বরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯ জনে।

একই সময়ে (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন ডেঙ্গুরোগী। এই বিশাল সংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

আক্রান্তদের মধ্যে শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও রোগীর সংখ্যা ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) এবং খুলনায়ও উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৯৭০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে এখন প্রয়োজন মশা নিধনে জোরদার পদক্ষেপ এবং সর্বোচ্চ সতর্কতা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top