সালমান শাহ হত্যা মামলা: আত্মসমর্পণ করতে চান ডন, জামিন চাইবেন সামিরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১২:১৩

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ'র রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর দায়ের করা হত্যা মামলায় চাঞ্চল্য। গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলার ১১ জন আসামির মধ্যে রয়েছেন সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ও অভিনেতা ডন।

খলনায়ক ডন জানিয়েছেন, তিনি দু'এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। তিনি বলেন, ৩০ বছর পালাইনি, এখন পালাব কেন? ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি। এর একটা সুরাহা হওয়া দরকার।

অন্যদিকে, মামলার আরেক আসামি সালমান শাহ'র সাবেক স্ত্রী সামিরা হক আজ মঙ্গলবার হাইকোর্টে আগাম জামিন চাইবেন। জামিন শুনানির জন্য আজ সকালেই তাঁর বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ আইনজীবীদের সঙ্গে কথা বলতে হাইকোর্টে উপস্থিত হয়েছেন। এর আগে, গতকাল সোমবার আদালত সালমান শাহ'র সাবেক স্ত্রী সামিরা হক এবং অভিনেতা ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top