নির্বাচনে ১৩ জন আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন প্রতি কেন্দ্রে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিয়োজিত থাকবেন আনসার সদস্যরা। মঙ্গলবার রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রতিটি নির্বাচনী কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার থাকবেন।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্রের অধিকাংশ উদ্ধার হবে বলে আশা করছি। প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।