নভেম্বরে গণভোট চান জামায়াত: ইসিতে ১৮ দফা সুপারিশ পেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৮:০৭
জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বৈঠকে দলটি কমিশনকে ১৮ দফা সুপারিশ পেশ করেছে।
সুপারিশে জামায়াত জাতীয় নির্বাচনের আগেই আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে। তাদের মতে, জুলাই সনদের সংস্কার বিষয়ে জাতিকে জানাতে এবং নির্বাচনের সহিংসতা এড়াতে আলাদাভাবে গণভোট জরুরি।
জোট করলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট করার ইসির সংশোধিত সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির আপত্তির বিষয়ে জামায়াত তীব্র আপত্তি জানিয়েছে। তারা এটিকে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ লঙ্ঘনের খারাপ উদাহরণ হিসেবে দেখছে।
জামায়াতের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, সব দলের জন্য সমান অধিকার নিশ্চিত করা এবং প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা। জামায়াত বৈঠকের পরিবেশকে ‘খোলামেলা ও সৌহার্দ্যপূর্ণ’ বলে সন্তুষ্টি প্রকাশ করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।