ভুয়া ‘জুলাই যোদ্ধা’ চিহ্নিত: ১০৪ জনের গেজেট বাতিল
স্টাফ রিপোর্টার | ঢাকা | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১১:০৮
জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা না রেখেও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত ১০৪ জনকে চিহ্নিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদের গেজেট বাতিলের উদ্যোগ চলতি সপ্তাহে নেওয়া হচ্ছে। পাশাপাশি ২৩ জনের ক্ষেত্রে একাধিকবার গেজেট জারি হওয়ায় তাদের একটি গেজেট বহাল রেখে বাকি বাতিল করা হবে।
মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ভুয়া যোদ্ধাদের এককালীন ও মাসিক ভাতা ফেরতের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আগে জানানো হয়েছিল, জুলাই আন্দোলনে আহত বা হতাহত ১৪,৬৩৬ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু প্রথম তালিকা প্রকাশের পরেই অভিযোগ উঠেছিল, অনেকেই আন্দোলনে অংশ না নিয়েও স্বীকৃতি পেয়েছেন।
ভুয়া যোদ্ধাদের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রামে। চট্টগ্রাম বিভাগ থেকে ৩৫ জন, ময়মনসিংহে ২০ জন, সিলেটে ২৬ জন, খুলনায় ৫ জন, রংপুরে ২ জন, ঢাকায় ৭ জন এবং রাজশাহীতে ৯ জন চিহ্নিত হয়েছেন। এছাড়া একাধিকবার গেজেট জারি হওয়া ২৩ জনসহ মোট ১২৭ জনের গেজেট বাতিলের সুপারিশ করেছে জেলা কমিটিগুলো।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন জানান, যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের গেজেট বাতিল করা হবে। ভুয়া যোদ্ধাদের দেওয়া ভাতার টাকা ফেরতের বিষয়টি পরে সমাধান করা হবে। তিনি বলেন, “প্রথমে গেজেট বাতিল করা হবে, তারপর সব ব্যবস্থা নেওয়া হবে।”
বিধিমালা অনুযায়ী, শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং মাসিক ২০ হাজার টাকা, গুরুতর আহত যোদ্ধাদের এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা, অন্য আহতদের এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু ভুয়া যোদ্ধাদের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা ইতিমধ্যেই ব্যয় হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।