বাসে পোশাক নিয়ে কটূ মন্তব্যে তরুণীর তীব্র প্রতিবাদ, ভিডিও ভাইরাল
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৪:০৯
রাজধানীর এক লোকাল বাসে তরুণীকে তার পোশাক নিয়ে কটূ মন্তব্য করার প্রতিবাদে জুতাপেটা করতে দেখা গেছে। বাসে ওঠার পরই এক ব্যক্তি সামনের সিটে বসা ওই তরুণীর পোশাক নিয়ে কটু কথা বলতে শুরু করেন।
ভিডিওতে দেখা গেছে, প্রথমে তরুণী নিজের অবস্থান থেকে প্রতিবাদ জানান এবং তিক্তভাবে বলেন, “তুই আমার পোশাক নিয়ে কেন কথা বলবি।” এরপরই ওই ব্যক্তি উত্তেজিত হয়ে তরুণীকে চড় মারে। এ ঘটনার জবাবে তরুণী তার পা থেকে জুতা খুলে কটূ মন্তব্যকারী ব্যক্তিকে আঘাত করেন।
ঘটনার পরেও তরুণী থামেননি; তিনি উঠে দাঁড়িয়ে ব্যক্তিকে পুনরায় জুতাপেটা করেন। বাসের ড্রাইভিং সিটের কাছে পর্যন্ত এই ঘটনা চলে।
সামাজিক মাধ্যমে এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নেটিজেনরা দুই ভাগে মতামত প্রকাশ করছেন। একাংশ তরুণীর সাহসী প্রতিক্রিয়াকে সমর্থন ও প্রশংসা করছেন, আর অন্যদিকে কিছু মানুষ তার এই ধরনের প্রতিক্রিয়াকে সমালোচনা করছেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।