বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

জুলাই সনদ স্বাক্ষরে এনসিপির শর্ত: আগে আইনি ভিত্তি নিশ্চিত হোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৭:৫৩

সংগৃহীত

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তারা জানিয়েছে, সনদ বাস্তবায়নের পথে সরকার এগোলেই কেবল স্বাক্ষরে অগ্রগতি হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ জমা দেওয়ার একদিন পরই আজ (বুধবার) সংবাদ সম্মেলন করে এই অবস্থান জানিয়েছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলটি।

এনসিপির মুখ্য সমম্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে এবং সংবিধান সংস্কার বিলের খসড়া প্রণয়ন ও উন্মুক্ত করার উদ্যোগ নিতে হবে সরকারকে।এর আগে বিএনপি-জামায়াতসহ অধিকাংশ দল সনদে স্বাক্ষর করলেও, সনদ বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় এনসিপি সই করা থেকে বিরত ছিল। তারা চেয়েছিল সনদ যেন কেবল রাজনৈতিক বুলি না হয়।

পাটওয়ারী জানান, কমিশন যে বাস্তবায়ন আদেশের খসড়া দিয়েছে, সরকার দ্রুত সেই প্রস্তাব-১ বাস্তবায়নের উদ্যোগ নিলেই তারা স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করবে। এছাড়া গণভোটের বাধ্যবাধকতা নিশ্চিত করার জন্য কিছু ধারার সংশোধনও চান তিনি।তিনি প্রস্তাব-১-এর কিছু অস্পষ্টতা দূর করে 'করতে পারবে'র বদলে 'করবে' ব্যবহারের মাধ্যমে সংস্কারের বাধ্যবাধকতা নিশ্চিত করার আহ্বান জানান। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top