এনসিপির নেতৃত্বে জোটের খবর 'মিথ্যা': স্পষ্ট করলেন রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৭:৫৬
এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করছে—এই খবরকে শতভাগ মিথ্যা বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।আজ (বুধবার) নিজের ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে এমন কোনো জোটের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে তিনি স্বীকার করেন, যৌথ নেতৃত্বে জোট করার একটি প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। কিন্তু এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন বলে জানান তিনি।জোট না হওয়ার পেছনে কারণ কী? রাশেদ খান উল্লেখ করেন, এনসিপির কিছু নেতার বক্তব্য ছিল 'অশোভন, অপরিপক্ব ও অরাজনৈতিক'।
তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।তাঁর ভাষায়, "কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন।" তিনি জোর দিয়ে বলেন, রাজনীতি কোনো পুতুল বিয়ে দেওয়ার খেলা নয়, যে বিয়ে দিলাম আর ভেঙে গেল।উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হলেই নির্বাচনী জোটের আলোচনা হবে—জানিয়ে দিয়েছেন রাশেদ খান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।