বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন! ডিসেম্বরের শুরুতে ঘোষণা?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৮:০৪

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় রদবদল! গুঞ্জন চলছে—অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ডিসেম্বরের প্রথম সপ্তাহে পদত্যাগ করতে পারেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। এর আগে ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার কথা রয়েছে। এই সময়টিই দুই উপদেষ্টার পদত্যাগের কেন্দ্রবিন্দু। গত ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারে যুক্ত হন এই দুই ছাত্র প্রতিনিধি। মাহফুজ আলম প্রথমে বিশেষ সহকারী ছিলেন, পরে উপদেষ্টা হিসেবে শপথ নেন।

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই দুই উপদেষ্টাকে 'ঘনিষ্ঠ' আখ্যা দিয়ে পদত্যাগের দাবি জানিয়েছে। এর আগে নাহিদ ইসলামও পদত্যাগ করে দলীয় রাজনীতিতে ফিরে আসেন। আসিফ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি দায়িত্ব ছাড়বেন। রাজনীতিতে সক্রিয় কেউ নির্বাচনী সরকারের দায়িত্বে থাকা উচিত নয়।

পদত্যাগের পর তাদের নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতিও চলছে। আসিফ মাহমুদ ঢাকা-১০ বা অন্য কোনো আসন থেকে এবং মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এনসিপি জানিয়েছে, তারা যোগ দিতে চাইলে স্বাগত। তবে এনসিপির কেউ কেউ মনে করেন, ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ সরকারের গ্রহণযোগ্যতায় প্রভাব ফেলতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top