জুলাই হত্যাকাণ্ড: হাসিনা ক্ষমা চাইবেন না, দায় অস্বীকার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৪:০৪
জুলাই হত্যাকাণ্ডের দায় ব্যক্তিগতভাবে নেবেন না বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন।নিহত বিক্ষোভকারীদের পরিবারের কাছে ক্ষমা চাইবেন কি না— এই প্রশ্নে হাসিনা শোক প্রকাশ করে সমবেদনা জানান। তবে দৃঢ়ভাবে দাবি করেন, তিনি কখনো পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেননি।
হাসিনা জুলাই মাসের গণঅভ্যুত্থানকে 'একটি সহিংস বিদ্রোহ' বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, 'একজন নেতা হিসেবে আমি সার্বিকভাবে দায় স্বীকার করি। কিন্তু গুলি চালানোর নির্দেশের অভিযোগটি সম্পূর্ণ ভুল।
'২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই সময়ের 'জুলাই গণহত্যা'র ঘটনায় তার বিরুদ্ধে এখন মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে।ইতিমধ্যেই তাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ সরকার তাকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে চিঠিও পাঠিয়েছে, যদিও ভারত এখনো কোনো পদক্ষেপ নেয়নি।এদিকে, সরকার আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, প্রচার ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। গুম ও সহিংস দমন-পীড়নের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলা চলছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।