১০টির বেশি সিম আজ থেকে বন্ধ! প্রতারণা রুখতে বিটিআরসি-র নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৩:৪৫

সংগৃহীত

আপনার কাছে কি ১০টির বেশি সিম আছে? তাহলে এখনই সতর্ক হন! আজ, ১ নভেম্বর থেকে দেশে কঠোরভাবে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। এখন থেকে একজন গ্রাহক তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সব অপারেটর মিলিয়ে সর্বাধিক ১০টি সিম সক্রিয় রাখতে পারবেন।

আগে ১৫টি সিম ব্যবহার করা গেলেও, এখন এই সংখ্যা কমালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। ডিসেম্বরের মধ্যেই সব অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শেষ হবে। সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং বিভিন্ন প্রতারণা রোধের জন্যই এই সিদ্ধান্ত। দেশের সক্রিয় সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ হলেও, প্রকৃত গ্রাহক সংখ্যা কিন্তু অনেক কম।

মনে রাখবেন, অতিরিক্ত সিমগুলো দৈবচয়ন বা র‌্যান্ডম সিলেকশন নীতিতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে। এখানে কোনো মানবিক হস্তক্ষেপের সুযোগ নেই।আপনার কোন সিমগুলো বন্ধ হবে তা কম্পিউটারই এলোমেলোভাবে নির্ধারণ করবে। তাই যাচাই করে নিন এখনই! ভবিষ্যতে সিম ও ডিভাইস ট্র্যাকিং করে অবৈধ ব্যবহারও বন্ধ করা হবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top