উত্তরাঞ্চলে তিস্তার ভাঙন:
কোটি কোটি টাকার ক্ষতি, শুরু হচ্ছে মহাপরিকল্পনা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১২:৫২
বাংলাদেশের উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকা নির্ভর করছে তিস্তা নদীর উপর। কৃষি, মৎস্যচাষ এবং স্থানীয় জীবিকার ওপর নদীটির গুরুত্ব অপরিসীম। প্রতিবছর তিস্তার ভাঙন ও প্লাবনের কারণে উত্তরের পাঁচ জেলা—নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা—মোট এক লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়ে।
সুদেরশই, দীর্ঘদিন ধরে তিস্তার ন্যায্য পানি থেকে বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ। ২০১৪ সাল থেকে শুষ্ক মৌসুমে ভারত তিস্তার পানি পুরোপুরি নিয়ন্ত্রণ করছে, যা বাংলাদেশের ফসলি জমি ও স্থানীয় মানুষের জীবিকা বিপর্যস্ত করছে। বর্ষাকালে নদীতে তিন থেকে চার লাখ ঘনফুট পানি প্রবাহিত হয় এবং সব কপাট খুলে দেওয়ায় দ্রুতগতিতে নদীর পানি উত্তরের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়।
পূর্ববর্তী সরকারের তিস্তা সংক্রান্ত নীতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ থাকলেও, অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, যা নদীর নিয়ন্ত্রণ ও বন্যা ও ক্ষতি কমানোর লক্ষ্যে পরিকল্পিত।
উত্তরের কৃষক, জেলে এবং নদীপথে নির্ভরশীল জনগণের জন্য এটি এক আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।