বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

নির্বাচন হলেই স্থিতিশীল হবে দেশ, সেনানিবাসে ফিরতে চায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৭:৪৩

সংগৃহীত

সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জিওসি আর্টডক লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন হলে দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল হবে।

জেনারেল মাইনুর রহমান বলেন, দেশের জনগণের মতোই সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। এটি দেশের স্থিতিশীলতা আরও ভালো করবে।

তিনি নিশ্চিত করেন, নির্বাচনের জন্য সরকার প্রণীত রূপরেখার উপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি নিচ্ছে। তবে, তিনি উল্লেখ করেন, গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় বাইরে থাকায় তাদের শান্তিকালীন প্রশিক্ষণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

এই কর্মকর্তা বলেন, এমন কঠিন পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন মোকাবিলা করেনি। এজন্য সেনাবাহিনীও চায় একটি সুষ্ঠু নির্বাচন হোক, যাতে তারা দ্রুত সেনানিবাসে ফিরে যেতে পারে এবং তাদের মূল প্রশিক্ষণে মন দিতে পারে।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান জোর দিয়ে বলেন, গত ১৫ মাস সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top