গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪ জন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৯:০০
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৩০৭ জনের, আর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭৬ হাজার ২৬ জন।
অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু ঘটেছে।
এর আগে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল, এবং হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের সচেতন থাকার জন্য মশা নিধন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।