শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

নারী বিশ্বকাপে দল বাড়াচ্ছে আইসিসি! ২০২৯ আসরে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৫:০৭

সংগৃহীত

নারী ক্রিকেটের প্রসারে বড় ঘোষণা দিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।

সবশেষ সফল বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী আসরগুলোতে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৯ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট দশটি দল।

২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ আটটি দল অংশ নিয়েছে। নারী ক্রিকেটের বিকাশ বাড়াতেই এই উদ্যোগ।

দল বাড়ার সঙ্গে বাড়ছে ম্যাচের সংখ্যাও। সর্বশেষ অর্থাৎ ২০২৫ সালের বিশ্বকাপে ৩১টি ম্যাচ হলেও, ২০২৯ সালের আসরে হবে ৪৮টি ম্যাচ।

ওয়ানডে ছাড়াও, আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়ছে। এই সংস্করণে অংশ নেবে বারোটি দল।

বিশ্বব্যাপী নারী ক্রিকেটের প্রসার বাড়ানোর লক্ষ্যেই আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে, যার ঘোষণা প্রথম করা হয়েছিল ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top