রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

আজ থেকে দেশজুড়ে প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১২:৫১

সংগৃহীত

প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ (রবিবার) থেকে দেশজুড়ে অবস্থান কর্মসূচি এবং লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সহকারী শিক্ষকরা।

তাদের প্রধান তিন দফা দাবি হলো— দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

এর আগে, শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা অভিযোগ করেন, দিনের বেলায় আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলায় দেড় শতাধিক শিক্ষক আহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

আহতদের সুচিকিৎসা এবং আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। উল্লেখ্য, সম্প্রতি প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষকরা এখনো সেই সুযোগ থেকে বঞ্চিত।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি শিক্ষক সংগঠন এই লাগাতার আন্দোলনে যোগ দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top