অনশন ভেঙে তারেক রহমানকে আপিলের পরামর্শ :ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৭:২৬

সংগৃহীত

নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) মূল ফটকের সামনে অনশন করছেন আমজনতার দল-এর সদস্য সচিব তারেক রহমান। এই পরিস্থিতিতে তাঁকে অনশন ভেঙে আইনগতভাবে আপিল করার পরামর্শ দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সচিব বলেন, আইনগতভাবে এখন তাদের উচিত পুনর্বিবেচনার আবেদন করা এবং নিবন্ধনের জন্য যে ঘাটতিগুলো আছে, তা পূরণ করে দেওয়া। তিনি আন্তরিকভাবে আবেদন করেন, যেন তিনি অনশন ভেঙে বিষয়টির সুরাহার দিকে নিয়ে যান।

ইসি সচিব আরও জানান, আপিল করতে হবে কমিশনের সচিব বরাবর, এবং এই আবেদন করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে এই আবেদন তারা যত দ্রুত সম্ভব করতে পারেন।

গত ৪ নভেম্বর বিকেল থেকে তারেক রহমান অনশন করছেন। তার এই কর্মসূচিতে ইতোমধ্যে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top