ঢাকা-আইডিয়াল কলেজের ‘শান্তি চুক্তি’, আসেনি সিটি কলেজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৭:৪৩
রাজধানীর ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষ বন্ধ করতে অবশেষে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। নিউমার্কেট থানার ওসির উদ্যোগে হয়ে গেল ‘শান্তি চুক্তি’ অনুষ্ঠান।
আজ ঢাকা কলেজের অডিটোরিয়ামে দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একে অন্যকে ফুল দিয়ে এবং কোলাকুলি করে আনুষ্ঠানিক সমঝোতা করেন। তবে এই মিলন অনুষ্ঠানে যোগ দেয়নি সিটি কলেজের শিক্ষার্থীরা।
আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সংঘর্ষের কারণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ও মোবাইল ফোনের অপব্যবহারকে দায়ী করেন। ঢাকা কলেজের অধ্যক্ষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ওসি মাহফুজুল হক বলেন, তুচ্ছ বিষয় নিয়ে গত এক বছরে এই কলেজগুলোর মধ্যে অন্তত ১৫ বার বড় সংঘর্ষ ঘটেছে। দুই কলেজের শিক্ষার্থীরা সমঝোতায় আসায় তিনি সংশ্লিষ্ট মামলাগুলো নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন।
শিক্ষার্থী, যাত্রী ও ব্যবসায়ীরা আশা করছেন, এই শান্তি চুক্তির মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার সংস্কৃতির অবসান হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।