সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

ভোররাতে ঢাকায় ২ বাসে আগুন: দুর্বৃত্তদের নাশকতার আশঙ্কা!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৩:০৬

সংগৃহীত

রাজধানীতে আবারও বাসে অগ্নিসংযোগের ঘটনা। সোমবার (১০ নভেম্বর) ভোররাতে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ভোর ৫টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, কীভাবে বাসে আগুন লেগেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ঘটনা।

ভাগ্যক্রমে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু ভোররাতের এই নাশকতার ঘটনা আবারও রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই আগুন দিয়েছে—তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজনৈতিক উত্তাপের মধ্যে যানবাহনে অগ্নিসংযোগের এই ধরনের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top