সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

নির্বাচনে ইসি'র ২২ পদক্ষেপ: রেড-ইয়েলো-গ্রিন জোনে নামছে বাহিনী!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৩:৩৩

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত এক সভায় ২২টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চূড়ান্ত করা হয়েছে।

এই পদক্ষেপগুলোর মূল লক্ষ্য হলো—একটি নিরাপদ, নির্বিঘ্ন ও সুষ্ঠু পরিবেশে ভোট নিশ্চিত করা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার পর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তারা অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছেন।

গুরুত্বপূর্ণ ২২টি পদক্ষেপের মধ্যে আছে—থ্রেট অ্যাসেসমেন্ট করে ডেপ্লয়মেন্ট প্ল্যান তৈরি। অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা। কালো টাকার ব্যবহার রোধে আধুনিক পদ্ধতি ব্যবহার। নির্বাচনী অপতৎপরতা ও স্যাবোটার্জ রোধে আগাম প্রস্তুতি। এছাড়াও, সাইবার বুলিং, ভয়েস ক্লোনিং এবং ভুয়া তথ্য মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই সর্তকতামূলক ও কার্যকর পদক্ষেপ নিতে বাহিনীগুলোকে নির্দেশনা দিয়েছে ইসি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top