সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

নিষিদ্ধ দল বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৫:২১

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভ করার চেষ্টা করে, তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

সোমবার (১০ নভেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ সতর্কতা দেন।

স্ট্যাটাসে শফিকুল আলম উল্লেখ করেন, “বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন এটি আবারো ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা কল্পনা করছে—দুপুরবেলা ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।”

তিনি আরও লেখেন, “জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন—এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটি জুলাই—চিরদিনের জুলাই।”

প্রসঙ্গত, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। ওই দিন ছিল বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের শেষ দিন। সেদিনের সংঘর্ষে প্রকাশ্যে গুলি চালানো ও মানুষ পিটিয়ে হত্যার দৃশ্য দেশজুড়ে আলোড়ন তোলে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top