দুঃসময়ের সাথীদের অবদান ভুলি কী করে: নিপুণ রায়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৬:০১
আওয়ামী লীগের ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা নেতাকর্মীদের গভীর শ্রদ্ধা জানালেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
রোববার (১০ নভেম্বর) দিবাগত রাতে 'তাদের ভুলি কী করে' শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দুঃসময়ের সাথীদের কথা স্মরণ করেন।
নিপুণ রায় তাঁর পোস্টে লিখেছেন, গুম, খুন, গায়েবি মামলা এবং গ্রেপ্তারের আতঙ্কের মধ্যে যখন বিএনপি নেতাকর্মী ও পরিবার-পরিজন ঘরছাড়া, তখন দলের কর্মসূচি পালন করা ছিল 'মৃত্যুসম'।
তিনি বিশেষভাবে স্মরণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু সহ ঢাকা জেলার প্রতিটি নেতাকর্মী এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপিকে।
তিনি লেখেন, রাজপথে, কারাগারে, রিমান্ডে ডিবি অফিসে, এমনকি আদালত পাড়ায় যাঁরা সাথী ছিলেন—তাঁদের অবদান ভোলা মাঠের কর্মীর জন্য খুব কঠিন। গ্রেপ্তার এড়িয়ে কর্মসূচি করার পরামর্শও তাঁদের কাছ থেকে পেয়েছেন।
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা প্রতিটি নেতাকর্মীর মঙ্গল কামনা করে শেষ হয় এই আবেগঘন পোস্টটি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।