জাহানারার অভিযোগ তদন্তে তামিমের শঙ্কা, চাইলেন স্বাধীন কমিটি!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৬:৪৮
জাতীয় দলের সাবেক পেসার জাহানারা আলমের যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ নিয়ে তোলপাড় চলছে দেশের ক্রীড়াঙ্গনে। এই অভিযোগের তদন্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত কমিটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তামিম বলেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের প্রায় সবাই বিসিবির উঁচু পদে আছেন। ফলে বিসিবির নিজস্ব তদন্ত কমিটি নিয়ে নানা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে।
দেশের ক্রিকেটে এত বড় তোলপাড় সত্ত্বেও সরকারি পর্যায় বা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি। তামিম আবারো দাবি জানিয়েছেন, অতি দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক।
এই স্বাধীন কমিটিতে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। বরং সেখানে নারী অধিকার নিয়ে কাজ করা এবং যৌন হয়রানির মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে জ্ঞান আছে এমন বিশেষজ্ঞদের প্রতিনিধি থাকতে হবে।
তামিম বলেন, এই ব্যাপারগুলোর সুরাহা না হলে, গোটা দেশের নারীদের কাছে আমরা অপরাধী থাকব। তিনি মানসিক বাধা ভেঙে ভুক্তভোগী সবাইকে মুখ খোলার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, 'ক্রিকেট ফর অল' স্লোগানের আগে জরুরি হলো 'সেফটি ফর অল' নিশ্চিত করা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।