নাগরিকত্ব কেড়ে নিতে চায় রিপাবলিকানরা: নিউইয়র্কের মেয়র মামদানি বিতর্কে!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৭:০৯
নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানিকে ঘিরে তীব্র হচ্ছে রাজনৈতিক বিতর্ক। মার্কিন কংগ্রেসে রিপাবলিকান নেতারা এখন সরাসরি তাঁর নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বহিষ্কারের দাবি তুলেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলেস ও র্যান্ডি ফাইন অভিযোগ করেন, মামদানি নাগরিকত্ব পাওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং 'সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ততা' গোপন করেছিলেন। ওগলেস দাবি করেন, তাঁকে উগান্ডায় ফেরত পাঠানো উচিত।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই দাবি আইনি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট পলিটিফ্যাক্ট নিশ্চিত করেছে, মামদানি তাঁর আবেদনপত্রে কোনো তথ্য গোপন করেননি। তিনি সাত বছর বয়সে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০১৮ সালে নাগরিকত্ব লাভ করেন।
অভিবাসী আইনজীবী জেরেমি ম্যাককিনি বলেন, নাগরিকত্ব বাতিল প্রক্রিয়া অত্যন্ত জটিল ও বিরল। সরকারের প্রমাণ করতে হবে যে, ওই ব্যক্তি নাগরিকত্ব পেতে 'ইচ্ছাকৃতভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন' করেছেন—যা মামদানির ক্ষেত্রে নেই।
মামদানি বারবার বলছেন, তাঁর বিরুদ্ধে এই প্রচার মূলত ইসলামবিদ্বেষ থেকে এসেছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, রিপাবলিকানদের এই দাবি কার্যত অসম্ভব।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।