রাবি প্রশাসন কক্ষে বাগ্বিতণ্ডা, এনসিপি নিয়ে বিভ্রান্তি
রাবিতে জিএস-রেজিস্ট্রার বাগ্বিতণ্ডা, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৭:৩৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন একটাই আলোচনা: ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের মধ্যে হওয়া তীব্র বাগবিতণ্ডা। রোববার দুপুরে রেজিস্ট্রারের কার্যালয়ে এই ঘটনা ঘটে, যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা যায়, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির অপসারণের চিঠি সই নিয়ে জিএস আম্মার রেজিস্ট্রারের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে জানানো হয়, রেজিস্ট্রার তখন ‘মহানগর বিএনপির’ নেতাদের সঙ্গে সভা করছেন।
ভিডিওতে দেখা যায়, আম্মার অনুমতি ছাড়াই কক্ষে প্রবেশ করলে রেজিস্ট্রার তাকে বাইরে অপেক্ষা করতে বলেন। একপর্যায়ে রেজিস্ট্রার জিএসকে উদ্দেশ্য করে বলেন, এই বেয়াদব ছেলে! জবাবে আম্মার চিৎকার করে বলেন, আমি কে মানে? আমি রাকসুর নির্বাচিত জিএস।
তবে সভাটি বিএনপির ছিল না, ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর। এনসিপি নেতা দাবি করেন, রেজিস্ট্রারের পিএস ভুল তথ্য দেন। এই ঘটনা নিয়ে ছাত্রদল ও রাকসুর ভিপিও মন্তব্য করেছেন। রাকসুর ভিপি মোস্তাকুর রহমান লিখেছেন, প্রশাসনের কারও কারও আচরণ দেখে মনে হচ্ছে, শিক্ষার্থীরা রাকসুর প্রতিনিধি নির্বাচিত করে তাঁদের বাড়া ভাতে ছাই দিয়েছেন। ছাত্রপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন প্রকাশ্য বাগ্বিতণ্ডা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে।

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।