গির্জা-স্কুলে ককটেল হামলা: আতঙ্ক সৃষ্টিতে কারা যুক্ত?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৭:৫২
হঠাৎ করেই রাজধানীর খ্রিস্টান সম্প্রদায়ের চার্চ ও স্কুলগুলো কেন ককটেল হামলাকারীদের লক্ষ্যবস্তু হচ্ছে? মাত্র এক মাসের ব্যবধানে তিনটি স্থানে হামলা হওয়ায় তদন্তে নেমেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।
সর্বশেষ, গত শুক্রবার রাতে কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ এবং মোহাম্মদপুরের সেন্ট যোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুলে ককটেল হামলার ঘটনা ঘটে। এর ঠিক এক মাস আগে ৮ অক্টোবর তেজগাঁওয়ের হলি রোজারি চার্চেও হামলা হয়েছিল।
এখনও পর্যন্ত কোনো হামলাই রহস্যের জট খোলেনি, শনাক্ত হয়নি হামলাকারীরা। তবে পুলিশের প্রাথমিক সন্দেহ—আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই হামলাগুলো ঘটানো হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, প্রতিটি ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বহুমুখী চেষ্টা চলছে।
তবে তদন্তকারীদের সন্দেহের প্রথম তালিকায় আছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের পলাতক নেতাকর্মীরা, যারা বর্তমানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। তেজগাঁও চার্চ হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনও ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
একদিকে বড়দিনের অনুষ্ঠানের প্রস্তুতি, অন্যদিকে ককটেল হামলার আতঙ্ক—এই পরিস্থিতিতে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাই এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।