সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সূত্রাপুরে গুলি: নিহত ব্যক্তি ঢাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৮:০৭

সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি লক্ষ্মীপুরের তারিক সাইফ মামুন (৫৫), যিনি ছিলেন ঢাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। একাধিক গুলির আঘাতে মামুন সেখানেই লুটিয়ে পড়েন।

গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুনের বোন দিনা অভিযোগ করে বলেছেন, শীর্ষ সন্ত্রাসী ইমনই তার ভাইকে মেরে ফেলেছে এবং তিনি ভাই হত্যার বিচার দাবি করেন। নিহতের স্ত্রী জানান, মামুন আজ সকালেই কোর্টে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছিলেন। কিন্তু পথে এই হামলার শিকার হলেন।

শীর্ষ সন্ত্রাসী হত্যার এই ঘটনা নিয়ে পুরান ঢাকায় নিরাপত্তা ও অপরাধী চক্রের কার্যকলাপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top