মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়: জামায়াত আমিরের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৭:৩৮

সংগৃহীত

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বড় ঘোষণা! বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন: জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না!

মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে ৮ দলের সমাবেশে তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরওয়ার বলেন, সাংবিধানিক সংস্কারের আইনি ভিত্তি একমাত্র গণভোটের মাধ্যমেই সম্ভব। অন্যথায়, জাতীয় নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সংবিধান থেকে গণভোটের বিধান বাতিলের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন ২০২৪ এ নয়, বরং ২০২৯ সালে হওয়া উচিত।

এই সমাবেশে জামায়াত ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ মোট ৮টি দলের নেতাকর্মীরা অংশ নেন। জুলাই সনদের দাবি নিয়ে রাজনৈতিক চাপ আরও বাড়ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top