সোহেল তাজের প্রশ্ন: আওয়ামী লীগের অংশ কেন এদের সমর্থন করে?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৭:৫৬
দেশের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ফেসবুক পোস্টে তিনি রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও অরাজকতার তীব্র সমালোচনা করেছেন।
নিজের পোস্টে সোহেল তাজ লিখেছেন, গণহত্যা, গুম-খুন করে, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি-লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা।
তিনি আরও অভিযোগ করেন, এই টাকা দিয়েই এখন নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করা হচ্ছে।
সবচেয়ে তীক্ষ্ণ প্রশ্নটি তিনি তুলেছেন আওয়ামী লীগের একাংশকে নিয়ে। সোহেল তাজ আশ্চর্য হয়েছেন, এতকিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কীভাবে সমর্থন করে! তার মতে, এর মানে একটাই— এরাই ছিল সুবিধাভোগী।
তিনি আরও বলেন, এরই পরিণতি হিসেবে খেসারত দিতে হবে নিরীহ নেতাকর্মীদের। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে সোহেল তাজের এই উদ্বেগজনক বার্তা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।