বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

মাইলস্টোন ট্র্যাজেডির সাড়ে তিন মাস পর বাড়ি ফিরছে যমজ বোন সায়রা ও সায়মা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৬:৫৮

সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার সাড়ে তিন মাস পর অবশেষে বাড়ি ফিরছে কুমিল্লার চৌদ্দগ্রামের ১০ বছর বয়সী যমজ বোন সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা। দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর তারা সুস্থ হয়ে উঠেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

বুধবার (১২ নভেম্বর) সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মচারীরা ফুল দিয়ে বিদায় জানান যমজ দুই বোনকে।

সায়রা ও সায়মা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তারের সন্তান। বিমান দুর্ঘটনায় তারা দুজনই গুরুতর দগ্ধ হয়েছিল— এর মধ্যে সায়রার শরীরের প্রায় ৩০ শতাংশ এবং সায়মার ১৫ শতাংশ দগ্ধ হয়।

দুই বোনের বাবা ইয়াসিন মজুমদার বলেন, “চিকিৎসক ও নার্সরা আমাদের মেয়েদের নিজের সন্তানের মতো যত্ন নিয়েছেন। তাদের আন্তরিকতা ও সরকারের সহযোগিতা না পেলে মেয়েদের বাঁচানো সম্ভব হতো না।”

গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ সেই দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি চিহ্নিত করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top