নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা হবে জাতির ঐতিহাসিক মুহূর্ত: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৭:৩৮
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান।
ড. ইউনূস প্রতিনিধিদলকে জানান, বাংলাদেশ একটি ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
তিনি রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন। আট বছর পেরিয়ে যাওয়া এই সংকটের একমাত্র সমাধান হলো তাদের নিজ দেশে প্রত্যাবর্তন। প্রায় ১২ লাখ মানুষ এখানে অনিশ্চিত জীবন কাটাচ্ছে।
প্রধান উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তাদের নাগরিকত্ব ও ভবিষ্যৎ অনিশ্চিত।
সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে শান্তিপুর্ণ সমাধানের গুরুত্ব দেন। উভয়পক্ষ পোশাক, কৃষি ও অন্যান্য খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।