বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

গণভোট বাতিল, সন্ত্রাস দমনে কঠোর হওয়ার দাবি: সালাহউদ্দিন-খসরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৭:৪৬

সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো যৌক্তিকতা, প্রয়োজন ও সময় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার গুলশানে তিনি সাংবাদিকদের বলেন, সংসদ নির্বাচনের দিনেই ছোট্ট একটি ব্যালটে গণসম্মতি নেওয়া সম্ভব। এতে অতিরিক্ত ব্যয়ও হবে না এবং এটিই সবচেয়ে যৌক্তিক।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার থেকে প্রধান উপদেষ্টা সরে যাচ্ছেন। তার এই পদক্ষেপ জাতিতে বিভক্তি সৃষ্টি করতে পারে।

সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাসের শেষের দিকেই দেশে ফিরবেন।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সরকারকে এ ব্যাপারে কঠোর হতে হবে।

তিনি জানান, ইইউ বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং তারা নির্বাচন কমিশনকে সহায়তা করার পাশাপাশি পর্যবেক্ষকও পাঠাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top