বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

নভেম্বরের শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৮:১২

সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, চলতি নভেম্বরের শেষ দিকেই তিনি দেশে ফিরতে পারেন। দুয়েকদিন এদিক-ওদিক হতে পারে।

২০০৮ সালে জরুরি অবস্থার মধ্যে দেশ ছাড়ার পর থেকে তিনি পরিবার নিয়ে লন্ডনে বসবাস করছেন। জুলাই অভ্যুত্থানের পর তার মামলা জটিলতার অবসান ঘটলেও তিনি ফেরেননি।

গত ৬ অক্টোবর বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে দ্রুত দেশে ফেরার আশা প্রকাশ করেছিলেন তারেক রহমান। তিনি বলেছিলেন, জনগণের প্রত্যাশিত নির্বাচনে তিনি জনগণের সঙ্গেই থাকবেন।

প্রায় দুই দশক ধরে দল পরিচালনায় থাকলেও এবার তিনি প্রথমবারের মতো সরাসরি ভোটে প্রার্থী হচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। এটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুরনো আসন, যেখান থেকে তিনি কখনো পরাজিত হননি। মায়ের এই ঐতিহ্যবাহী আসনেই প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top