জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি, ১৩ নভেম্বর রাজপথে অবস্থান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৮:২৯
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দল ৫ দফা দাবিতে তাদের ষষ্ঠ ধাপের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার, অর্থাৎ ১৩ নভেম্বর, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রুখতে ৮ দলের নেতৃবৃন্দ দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। পরদিন শুক্রবার, দেশব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এই ৮ দলের মূল ৫ দফা দাবির কেন্দ্রে রয়েছে—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করা।
তাদের অন্যান্য দাবির মধ্যে আছে—আগামী নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। একই সঙ্গে, তারা স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে।
এর আগে, পঞ্চম ধাপের কর্মসূচিতে তারা সতর্ক করেছিল যে, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে দেশে সংসদ নির্বাচন হবে না। এছাড়া, ১৬ নভেম্বর শীর্ষ নেতাদের বৈঠকের পর দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।