বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৪:৫৮

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

অধ্যাপক ইউনূস বলেন, “গণতান্ত্রিক পুনর্গঠনের এই সময়কে আমরা জনতার সিদ্ধান্তের মাধ্যমে নতুন ভিত্তি দিতে চাই। তাই নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর আগে বহুল প্রত্যাশিত ‘জুলাই সনদ’-এ সই করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। বৃহস্পতিবারই তিনি এই সনদে স্বাক্ষর করেন।

তবে এর আগে ছাত্র-জনতা মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল, “রক্তের বিনিময়ে লেখা জুলাই সনদে যদি ফ্যাসিবাদী হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি সই করেন, তাহলে তা মেনে নেওয়া হবে না।”

এ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top