আগামী জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৫:০৩
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন,
“গুম-খুনের বিচারসহ বিভিন্ন সংস্কারের কাজ আমরা ইতোমধ্যেই শুরু করেছি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়েছে। জুলাই সনদ নিয়ে দলগুলোর বক্তব্য যতটা বিরোধপূর্ণ মনে হয়, বাস্তবে তা ততটা নয় বলে মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে ভোটের আনুপাতিক হারে সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হবেন।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।