শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

আসন্ন জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে: প্রধান উপদেষ্টা ইউনূস

স্টাফ রিপোর্টার: | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৩১

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকা এবং পরবর্তীতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করায় দলটি এ নির্বাচনে অংশ নিতে পারবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

বৈঠকে আসন্ন নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট, বিমান ও নৌখাতে দু’দেশের সহযোগিতা সম্প্রসারণ—বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরতান্ত্রিক সময় ও ‘কাটাছেঁড়া’ নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত বিপুলসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।

জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের পরে গঠিত ‘জুলাই সনদ’কে বাংলাদেশের একটি নতুন সূচনা হিসেবে উল্লেখ করেন তিনি।

বৈঠকে যুক্তরাজ্যের মন্ত্রী জেনি চ্যাপম্যান অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং রাজনৈতিক সংলাপকে ইতিবাচক বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের মাধ্যমে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনার অপব্যবহার বাড়ছে; নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করা জরুরি।

এর জবাবে প্রধান উপদেষ্টা ইউনূস জানান, সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশিদের বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে উৎসাহ দিচ্ছে।

রোহিঙ্গা ইস্যুতে দুই নেতা মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দেন। ইউনূস জানান, রোহিঙ্গা ক্যাম্পের তরুণরা আশা হারিয়ে ক্ষুব্ধ হয়ে উঠছে—তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও কথা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগর গবেষণার জন্য যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ কিনছে বাংলাদেশ।
যুক্তরাজ্যের মন্ত্রী জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন, যা বিমান খাতে সহযোগিতা আরও দৃঢ় করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকসহ অন্যান্য কর্মকর্তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top