শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার আমলে ভারত শুধু নিয়েছে, দেয়নি কিছু: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৬:৪৪

সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দেশের স্বার্থ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। শনিবার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে তিনি এই বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময় সহায়তা করায় ভারতের কাছে বাংলাদেশের ভালো কিছু পাওনা ছিল। কিন্তু দুঃখজনকভাবে, গত সতেরো বছর শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশকে কিছু দেয়নি, বরং শুধু নিয়ে গেছে। তিনি অভিযোগ করেন, বিগত দিনে মন্ত্রী-এমপিরা ভারতে গিয়ে দেন-দরবার করলেও দেশের স্বার্থ নিয়ে কেউ ভাবেনি।

বিএনপির মহাসচিব প্রতিশ্রুতি দেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে তারা তিনটি প্রধান বিষয়ে গুরুত্ব দেবে। এগুলো হলো: সীমান্ত হত্যা বন্ধ করা, ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করা এবং পার্শ্ববর্তী দেশের 'দাদাগিরি' বন্ধ করা। তার স্পষ্ট বার্তা, যে সরকারই আসুক না কেন, দেশের স্বার্থ সবার আগে দেখতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top