রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

জুলাই শহীদ: ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর, শুরু ৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৪:১৩

সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর তারা বাংলাদেশে এসে পৌঁছাবে। সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

উপদেষ্টা জানান, শহীদদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু হবে আগামী ৭ ডিসেম্বর থেকে। রায়েরবাজারেই অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় এই কাজ সম্পন্ন করা হবে। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে সিআইডি।

উপদেষ্টা আশাবাদী, অভ্যুত্থানে শহীদ হওয়া সকলের পরিচয়ই তারা শনাক্ত করতে পারবেন এবং তাদের নাম শহীদদের তালিকায় যুক্ত করতে পারবেন। এ সময় তিনি নির্বাচন বা পদত্যাগ বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নে মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে তিনি গণকবরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top