রায় ঘিরে থমথমে ঢাকা: কমেছে জনসমাগম, পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৯
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ ঘোষণা হচ্ছে। রায় ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন।
ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি। গাড়ি ও সন্দেহভাজনদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রায় ঘোষণার কারণে আজ সকাল থেকে গণপরিবহন চলছে অনেক কম। রাস্তায় মানুষের উপস্থিতি অন্যদিনের চেয়ে কম। অনেকে বিকল্প হিসেবে রিকশা বা অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন।
তবে নিরাপত্তা জোরদার হলেও গতকাল ১৮টি ককটেল বিস্ফোরণ ও দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। তেজগাঁও টার্মিনালে ট্রেনে আগুন দেওয়ার চেষ্টার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। সতর্ক প্রশাসন, সজাগ ঢাকাবাসী।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।