শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিলেন ট্রাইব্যুনাল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৫:২০
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির প্যানেল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুইটিতে মৃত্যুদণ্ড এবং একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই মামলার অপর দুই আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক। তারা দুজনই ভারতে অবস্থান করছেন। রায় ঘোষণার সময় আদালতে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের ভিডিও, আন্তর্জাতিক রিপোর্টের অংশ এবং শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনসহ নানা তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়। প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।