হাসিনার মৃত্যুদণ্ড: প্রতিক্রিয়া জানালেন সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৫:৫৮
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশ আর পেছাতে চায় না। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই আগামী দিনে একটি শক্তিশালী রাষ্ট্র নির্মাণের ভিত্তি তৈরি হবে।
তিনি সংস্কারের মধ্য দিয়ে ভারসাম্যমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। রায় ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলও প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড। শোকর আলহামদুলিল্লাহ।
সরকারের আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আজকে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। চানখারপুরে ৬ জনকে হত্যার দায়ে পলাতক শেখ হাসিনাকে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।