হাসিনার ফাঁসি কার্যকরের দাবি: নির্বাচনের আগে চায় এনসিপি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:০৩
ঐতিহাসিক রায় ঘোষণার পরপরই এলো কঠোর দাবি। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি-এর মুখ্য সংগঠক সারজিস আলম নির্বাচনের আগেই শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, রায় কার্যকরের মাধ্যমে শহীদের আত্মা শান্তি পেয়েছে। তবে মানুষ যেন শান্তি নিয়ে নির্বাচনে যেতে পারে, তাই যেকোনো উপায়ে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগেই এই রায় কার্যকরের দাবি জানান তিনি।
অন্যদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এই রায়কে শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, পৃথিবীর কোনো ক্ষমতা চিরস্থায়ী নয়। কোনো স্বৈরাচারী সারা জীবন মানুষকে দমন করে বেঁচে থাকতে পারবে না।
ওসমান হাদি জানান, রাজসাক্ষী আইজিপি মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হলেও, আদালত বলেছে তার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল। তবে শহীদ পরিবারের প্রতিনিধিরা মনে করেন, মামুনকে অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত ছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।