সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার মৃত্যুদণ্ড: রায়কে 'পক্ষপাতদুষ্ট' বললেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:১১

সংগৃহীত

ঐতিহাসিক মৃত্যুদণ্ডের রায়ের পর মুখ খুললেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে তিনি রায়কে 'পক্ষপাতদুষ্ট' ও 'রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিহিত করেছেন।

ভারতে নির্বাসিত শেখ হাসিনা বলেন, রাজনৈতিক শক্তি হিসেবে তার দল আওয়ামী লীগকে বাতিল করার উপায় হিসেবেই অন্তর্বর্তীকালীন সরকার এই মৃত্যুদণ্ড দিয়েছে। তিনি এই বিচারকে 'প্রহসন' বলে অভিহিত করেন।

তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, 'আমি একটি যথাযথ ট্রাইব্যুনালে মুখোমুখি হতে ভয় পাই না, যেখানে প্রমাণগুলো ন্যায্যভাবে যাচাই করা যায়।' তিনি মানবাধিকার ও উন্নয়নে তার সরকারের সাফল্যের জন্য গর্বিত বলেও দাবি করেন।

বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল পৌনে তিনটায় চূড়ান্ত রায় ঘোষণা করেন। শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। ছয় ভাগে বিভক্ত ৪৫৩ পাতার এই রায়ের সারসংক্ষেপ দুই ঘণ্টা দশ মিনিট ধরে পড়ে শোনানো হয়।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top