হাসিনাকে আবার ফেরত চাইল বাংলাদেশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৮:৫৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর বাংলাদেশ সরকার সোমবার (১৭ নভেম্বর) ভারতে অবস্থানরত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রাইব্যুনালের আজকের রায়ে এই দুই ব্যক্তি ২০০১ সালের জুলাই হত্যাকাণ্ডের জন্য দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দিলে তা ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ভারত সরকারের জন্য এই হস্তান্তর নিশ্চিত করা অবশ্যক। এর আগে বাংলাদেশ কয়েক দফা আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ করেছিল। তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।
পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, ভারতের কাছ থেকে ইতিবাচক কোনো উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশ এই বিষয়ে জোর দিয়ে অনুরোধ চালিয়ে যাবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।